গাইবান্ধার সাদুল্লাপুরে ১৫আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগ
৪নং জামালপুর ইউনিয়ন শাখার সভাপতি জাহিদ হাসান মন্ডল কাওছারের আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল ও এতিম, অস্বচ্ছল, সাধারণ জনগণের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
জাহিদ হাসান মন্ডল কাওছারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন – প্রধান অতিথি হিসেবে জাতীয় শ্রমিকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম জাহিদ, সাদুল্লাপুর নাগরিক কমিটির সভাপতি আবুল বাসার মোঃ হান্নান পিন্টু, শ্রমিকলীগ উপজেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক খলিলুর রহমান, মৎস্যজীবিলীগ উপজেলা শাখার সভাপতি আশরাফ আলী সরকার, আওয়ামীলীগ জামালপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পল্লী চিকিৎসক নুরআলম সরকার, জামালপুর যুবলীগ নেতা শাহান শাহ। এছাড়াও শ্রমিকলীগের ১১টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।
সঞ্চালনা করেন যুবলীগ নেতা অমিত কুমার সরকার। দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ নাছির উদ্দিন।
দোয়া শেষে পাঁচ শতাধিক এতিম, অস্বচ্ছল ও সাধারণ লোকজনের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়।