১৫ আগস্ট জাতীয় শোক দিবসে বাংলাদেশ মানবাধিকার কমিশন গাইবান্ধা সদর উপজেলা শাখার পক্ষ থেকে বাঙালির অবিসংবাদিত নেতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকীতে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। আজ পৌর পার্কে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন সদর উপজেলা শাখার সভাপতি একেএম সালাউদ্দিন কাশেম, নির্বাহী সভাপতি নাজিম আহমেদ রানা, সাধারণ সম্পাদক ফারহান শেখ, সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, কোষাধ্যক্ষ ফয়সাল জনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক রানা সরকার, সদস্য আফরিন আফরোজ বিজলী, তানিন আফরিন লাকী, দিশা আক্তার, রকি প্রমুখ।।