গত ৯ আগস্ট, সোমবার জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কার্যনির্বাহী কমিটির আগস্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মহামারী করোনাভাইরাস এর সংক্রামণ বৃদ্ধি পাওয়ায় ও সরকারি নির্দেশনা মোতাবেক ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক কে.এইচ. খান রোহান।
কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ নিজ নিজ বাসা থেকে সভায় অংশগ্রহণ করেন। সাংগঠনিক সম্পাদক অনিক বর্মণ এর সঞ্চালনায় সভায় সভাপতি উপস্থিত সকল সদস্যগণকে শুভেচ্ছা জানিয়ে সভার কার্যক্রম শুরু করেন।
সভায় বর্তমান পরিস্থিতিতে সুরক্ষিত থাকতে সকল সদস্যগণ ও তাদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য বিধি মনে চলা ও জরুরী প্রয়োজনে ঘরের বাহিরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করার জন্য সকলকে অনুরোধ জানানো হয়। এছাড়াও সভায় জেলার শিশু অধিকার পরিস্থিতি নিয়ে আলোচনা ও পরবর্তী করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গত মাসের মাসিক সভার রেজুলেশন পাঠ করে শুনানো হয়। কোনরূপ সংশোধনী না থাকায় সর্বসম্মতিক্রমে তা অনুমোদন করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্যগণের মতামতের ভিত্তিতে গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সিদ্ধান্ত সমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো-
১. জেলার শিশু অধিকার পরিস্থিতি তুলে ধরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি ও সুপারিশমালা প্রদান।
২. কোভিড-১৯ এর প্রভাবে ক্ষতিগ্রস্থ শিশুদের সাহায্যের জন্য তালিকা জেলা প্রশাসকের নিকট হস্তান্তর।
৩. অনলাইনে প্রেস কনফারেন্স আয়োজন।
৪. শিশু অধিকার পরিস্থিতি মনিটরিং। (অনলাইন/অফলাইন)
৫. সচেতনতামূলক ক্যাম্পেইন আয়োজন।
সভায় আরো বক্তব্য রাখেন সেভ দ্য চিলড্রেন এর ফিল্ড অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান সৈকত, জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ-উল-ইসলাম তুষার, সাধারণ সম্পাদক তাওফিক ওমর হিমন, সাংগঠনিক সম্পাদক অনিক বর্মণ, চাইল্ড পার্লামেন্ট সদস্য রিফাইত হোসেন বিদ্রোহ সরকার, মনিরা ফেরদৌস, শিশু গবেষক রাজিয়া আক্তার রশনী, শিশু সাংবাদিক মোঃ আতিকুর রহমান, তৌহিদা আক্তার সুইটি, কার্যনির্বাহী সদস্য শেখ আনাস আহমেদ সাদ, মহিউল ইসলাম প্রমুখ।