গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় লিজকৃত পাকুড়িয়ার বিল জোর পূর্বক ভোগদখল করায়, ভুক্তভোগী নুরু মিয়া বাদী হয়ে সাদুল্লাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায়- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত মোন্তাজ আলীর পুত্র ও ৮ নং ভাতগ্রাম মৎস্য জীবি সমবায় সমিতি লিঃ এর সদস্য মোঃ নুরু মিয়াসহ সদস্যবৃন্দ গত ২০২৮ সালের ৩১অক্টোবর ইং তারিখে ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন জলমহল ইজারা কমিটির অনুমোদন সাপেক্ষে জেলা কালেক্টরের নিকট হতে সাদুল্লাপুর উপজেলাধীন ৮নং ভাতগ্রাম ইউনিয়নের পাকুড়িয়ার বিল জলমহলটি লিজ গ্রহণ করে মাছ চাষাবাদ করে আসছে।
সমিতির পক্ষে মৎস্য জলাশয়টি দেখাশুনা করা সম্ভব নয়। তাই সমিতির পক্ষ থেকে বিবাদী আবেদ মোঃ মাসুমকে ম্যানেজার হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। আবেদ দায়িত্ব পালন কালে বিভিন্ন সময়ে সমিতিকে না জানিয়ে মাছ বিক্রি করে। সমিতির পক্ষ থেকে অনেকবার নিষেধ করা হলেও তা অমান্য করায় তাকে ম্যানেজার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এতে আরো ক্ষিপ্ত হয়ে বিবাদী গত ২৮/০৭/২০২১ হতে ০৩/০৮/২০২১ তারিখ সকাল ১০টায় প্রায় ৬০ হাজার) টাকা মূল্যের বিভিন্ন প্রজাতির মাছ চুরি করে বিক্রি করে। এতে সমিতি আর্থিক ভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে মনে করেন মোঃ নুরু মিয়াসহ তার সদস্যবৃন্দরা।
সমিতির পক্ষ থেকে বাদী নুরু মিয়া জবরদখল থেকে মুক্তি পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
বিডি গাইবান্ধা/