রাজবাড়ী জেলার সদর উপজেলার বরাট ইউনিয়নের সাভার গ্রামে একটি সেতুর পাশ থেকে ৩০ বছর বয়সী এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শী এবং থানা সূত্রে জানা যায়, রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়ন ও পাচুরিয়া ইউনিয়ন সিমান্তবর্তি সাভার গ্রামের ফাঁকা মাঠের একটি সেতুর পাশ থেকে মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে অন্য কোন স্থানে হত্যা করে। পড়ে এখানে এনে ফেলা হয়েছে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদাত হোসেন বলেন, দুপুর দেরটার দিকে খবর পেয়ে মরদেহ উদ্ধারের জন্য পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। মরদেহের ময়না তদন্তের পর কিভাবে হত্যা হয়েছে জানা যাবে।
বিডি গাইবান্ধা/