গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পর্যায়ে কোভিড-১৯ টিকাদান কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে টিকাদান কর্মসূচীর শুভ উদ্বোধন ঘোষণা করেন অত্র ইউনিয়নের কৃতি সন্তান সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার (লেবু),বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ এবং টিকাদান কর্মসূচী বাস্তবায়ন কর্মকর্তা (উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়) ডাঃ বিশ্বেশ্বর চন্দ্র বর্মন ও সার্বিক সহযোগিতায় বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ্ ও আরও অনেকে।
উক্ত টিকাদান কর্মসূচীর আলোচনায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার(লেবু) তার বক্তব্যে বলেন,সরকারের ঘোষণা অনুযায়ী সারাদেশে এক যোগে আজ ইউনিয়ন পর্যায়ে টিকাদান কর্মসূচী বাস্তবায়ন হতে যাচ্ছে,সেই ধারাবাহিকতায় আজ বেলকা ইউনিয়ন পরিষদেও টিকাদান কর্মসূচী পালিত হচ্ছে। সরকারের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, আজ প্রান্তিক পর্যায়ে টিকাদান কর্মসূচী পালনের মাধ্যমে প্রতিটি মানুষ টিকা নেওয়ার সুযোগ পাচ্ছে এবং এটি সরকারের একটি মহৎ উদ্যোগ বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন,আমি নিজেও আজ টিকা গ্রহন করলাম এবং আপনারাও সকলে টিকা গ্রহন করবেন ও নিজেও বাঁচবেন, অপরকে বাঁচাতেও সহায়তা করবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,করোনা পরিস্হিতিতে আজ দেশের মানুষ চিন্তাযুক্ত। করোনা নিয়ন্ত্রনে সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলকা ইউনিয়ন পরিষদে টিকাদান কর্মসূচীর আয়োজন করেছেন। তিনি বলেন,সারাদেশে একযোগে টিকাদান কর্মসূচী পালিত হচ্ছে। সরকার যথাযথভাবে করোনা মোকাবেলায় কাজ করে যাচ্ছেন কিন্তু আমাদের অসতর্কতার কারণে করোনার ঝুঁকি বেড়েই চলেছে। তিনি উপজেলা পরিষদ চেয়ারম্যানকে সাধুবাদ জানান এবং বলেন একমাত্র রাজনীতিবিদরাই পারেন সকল মহৎ উদ্যোগ গ্রহন করতে। এই কর্মসূচী আজ থেকে ১৪ আগস্ট পর্যন্ত চলবে,তাই আপনারা কোন পাড়া পাড়ি ও হৈ চৈ এর পরিবেশ সৃষ্টি করবেন না বলেও সকলকে অবগত করেন। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বিশ্বেশ্বর চন্দ্র বর্মন,বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওসি (তদন্ত) বুলবুল ইসলাম।
বিডি গাইবান্ধা ডট নিউজ /মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন), উপ-সম্পাদক