গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় করোনা ভাইরাসের প্রতিষেধক টিকা প্রদান উপলক্ষে বিনামূল্যে সরকারিভাবে টিকা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ০৭ই আগষ্ট সকালে ৪নং জামালপুর ইউনিয়নে জামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে টিকা ক্যাম্প উদ্বোধন করেন ০৪ নং জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান মন্ডল।
শুধু মাত্র যাদের বয়স ২৫ বছর বা বেশী সেই সকল নারী পুরুষরাই টিকা গ্রহণ করেন। জামালপুর ইউনিয়নের ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের ৬০০ জন নারী পুরুষকে টিকা প্রদান করা হয়। তত্ত্বাবধানে ছিলেন সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারী ইনস্পেকটর মোঃ গোলাম রাব্বানী ও আমরা গড়ব-ই আলোকিত জীবন সমাজ সমিতির সভাপতি ও প্রতিষ্ঠাতা মোঃ মাহিন মিয়া। এছাড়াও আমরা গড়ব-ই আলোকিত জীবন সমাজ সমিতির সদস্যবৃন্দ উপজেলার ১১টি ইউনিয়নে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন।
গোলাম রব্বানী বলেন- করোনা ভাইরাসের সংক্রমণ রোধে প্রতিষেধক হিসাবে চায়না সিনোফার্ম টিকা প্রদান করা হয়। এই টিকা চিনের উদ্ভাবক সিনোভ্যাক বায়োটেক উদ্ভাবন করেন ২০২১ সালে। এর কার্যকারিতা ৭৮.১% – ৯০%। এরপর অন্য ওয়ার্ডে দেওয়া হবে বলে তিনি জানান। এছাড়াও উপজেলার ১১টি ইউনিয়নে এই টিকা প্রদান ক্যাম্প অনুষ্ঠিত হয়।