মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা ১১নং সেক্টরের কোম্পানি কমান্ডার জাসদের প্রতিষ্ঠাকালীন গাইবান্ধা মহুকুমা জাসদের সাংগঠনিক সম্পাদক কৃষক শ্রমিক মেহনতী মানুষের অধিকার আদায়ের লক্ষে তথা সমাজতান্ত্রিক সমাজ ব্যাবস্থা প্রতিষ্ঠায় রাজপথের লড়াকু সৈনিক রোস্তম আলী খন্দকারকে ১৯৭৬ সালের ৬ আগষ্ট সেনা শাসক বিশ্বাস ঘাতক জিয়াউর রহমানের লেলিয়ে দেওয়া ৬ষ্ঠ আর্মড ব্যাটিলিয়ন কতৃক গাইবান্ধার আনসার ক্লাবে অমানুষিক নির্মম নির্যাতনের মাধ্যমে স্বাধীন বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধাকে হত্যা করে এক জঘন্য ঘটনার সৃষ্টি করে। আজ রোস্তম আলীর ৪৫ তম শাহাদাৎ দিবস।
এ উপলক্ষে গাইবান্ধা জেলা জাসদের উদ্যোগে ৬ আগস্ট শুক্রবার সন্ধ্যা ৭ টায় জেলা জাসদ কার্যালয়ে জাসদ সভাপতি গোলাম মারুফ মনার সভাপতিত্বে ও জাসদ সাধারণ সম্পাদক জিয়াউল হক জনির সঞ্চালনায় আলোচনা করেন জেলা জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজুল ইসলাম বাবু, সদর উপজেলা জাসদের সভাপতি রকিবুল ইসলাম রিটন, শ্রমিক জোটের সাধারণ সম্পাদক নুর মোঃ বাবু, সেচ্ছাসেবি সংগঠন জন উদ্যোগের নির্বাহী প্রধান প্রবীর চক্রবর্তী, শহর জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাফুজার রহমান লিটন, জেলা জাসদের সদস্য শফিউল ইসলাম মন্টু, মাহামুদুর রশিদ রাসেল, জেলা ছাত্রলীগের সভাপতি রোকন উদ দৌলা রোকন, সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা, শহর ছাত্র লীগের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ প্রমুখ।