রাজবাড়ীতে আজ বৃহস্পতিবার নানা কর্মসূচির মধ্যে দিয়ে বঙ্গবন্ধুর জোষ্ঠ পুত্র শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, দোয়া মাহফিল,বৃক্ষ রোপণ। সকালে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এতে রাজবাড়ী ১ আসনের সংসদ সদস্য জনাব আলহাজ্ব কাজী কেরামত আলী এম পি, জেলা প্রশাসক দিলসাদ বেগম,পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান,সিভিলসার্জন মোহাম্মদ ইব্রাহিম টিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোহাম্মদ সাইফ প্রমূখ অংশ গ্রহন করেন। দুপুরে কাজি হেদায়েত হোসেন মিলনায়তনে দিবসটি পালন উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিকেল তিনটায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও বৃক্ষ রোপন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তারা বলেন, শেখ কামাল ছিলেন মুক্তি যুদ্ধের সংগঠক,সফল ক্রীড়া সংগঠক
সংস্কৃতিমনা এই মানুষটি আবাহনী ক্লাব প্রতিষ্ঠা করেছিলেন। তিনি সবসময় যুব সমাজকে অবক্ষয়ের হাত থেকে রক্ষার জন্য বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করেন। দেশকে ভালোবাসতেন দেশের মানুষের সামনের দিকে এগিয়ে নিতে সব সময় চেষ্টা করতেন। কিন্তু ঘাতকেরা তাকে বাঁচতে দেয়নি।১৫ আগষ্ট তাকেও তার পরিবারের সাথে নির্মম ভাবে হত্যা করা হয়। শেখ কামালের স্বপ্ন বাস্তবায়ন করতে নতুন প্রজন্মরের কাছে তার অবদান তুলে ধরতে হবে