সাভারের আশুলিয়ায় মাদক ব্যবসায়ে বাঁধা দেওয়ায় মাদক ব্যবসায়ীর গুলিতে অপর মাদক ব্যবসায়ী আবুল হোসেন (৪০) গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন। আহত ওই মাদক ব্যবসায়ীকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ আগস্ট) সন্ধ্যায় আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের পানধোয়া এলাকার মনসুরের বাড়ির সামনে এঘটনা ঘটে।
আহত আবুল হোসেন একই এলাকার মৃত বাদশা মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা করেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানায়, ড. মনসুর আলীর বাড়ির সামনে আবুল হোসেন ও জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম মোল্লা নামের দুই মাদক ব্যবসায়ী প্রতিনিয়ত মাদক বিক্রি করেন। আজ বিকেলে তাদের দুই জনকে ডেকে মনসুর আলী তার বাগির সামনে মাদক বিক্রি থেকে বিরত থাকতে বলেন। পরে সন্ধ্যায় ১০ থেকে ১২ জনের একটি দল সেখানে গিয়ে গুলি ছুড়লে একজন আহত হন।
জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ড. মনসুর আলী জানান, তিনি ওই দুইজন মাদক ব্যবসায়ীকে ডেকে মাদক বিক্রি করতে নিষেধ করেন। পরে সন্ধ্যায় আবুল হোসেন ও শামীম মোল্লা ১০ থেকে ১২ জন সাথে নিয়ে এসে প্রভাষকের ওপর হামলা করেন। এসময় শামীম মোল্লা গুলি ছুড়লে লক্ষভ্রষ্ট হয়ে আবুল হোসেনের হাতে লেগে পরে পাজরে প্রবেশ করে। পরে তাকে উদ্ধার হাসপাতালে নেওয়া হয়ে।
এব্যাপারে আহত আবুল হোসেনের স্ত্রী হিরা আক্তার বলেন, আমার স্বামী সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে বাসা থেকে বেররহয়ে যায়। পরে শুনি তিনি গুলিবিদ্ধ হয়েছেন। তাকে নিয়ে আমরা এনাম মেডিকেলে এসেছি।
আশুলিয়া থানার পরিদর্শক তদন্ত জিয়াউল ইসলাম বলেন, ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
বিডি গাইবান্ধা / এম এম/ সাভার ঢাকা