জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জৈষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকীতে প্রীতি ফুটবল প্রতিযোগিতা, আলোচনা সভা, জেলা ক্রীড়া সংস্থা ২১ পদক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে বৃহস্পতিবার বিকালে জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য, শেখ কামাল জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক অমিতাভ দাস হিমুন সভাপতিত্বে ও কার্য নির্বাহী কমিটির সদস্য সচিব গোলাম মারুফ মনার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যাডঃ শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন।
এতে অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাডঃ সৈয়দ সামস উল আলম হিরু, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুর রহমান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুর রশিদ সরকার।
এ সময় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য রানী বেগম।
আলোচনা সভা শেষে ৮ জন ব্যাক্তিকে পদক প্রদান করা হয়। প্রথম বারের মত ৮জন ব্যাক্তি যারা পদক পাবেন তারা হচ্ছেন নাহিদ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব এম এ ওয়াহেদ, প্রবীন ক্রীড়া সংগঠক প্রাচীনতম ক্রীড়া সংগঠন ইউএনও ক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান খান মুন্নু, আবাহনী ক্রীড়া চক্রের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক সামিউল ইসলাম পিপলু, প্রবীন সাংবাদিক গোবিন্দলাল দাস, ফুটবলার মোঃ শামসুজ্জোহা এবং খন্দকার আব্দুস ছাত্তার নওশা, ক্রিকেটার ওয়াজির রহমান র্যাফেল ও অ্যাথলেট মোসলেমা বেগম রানী।
শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এর আগে বিকেল ৪টায় গাইবান্ধার শাহ আবদুল হামিদ স্টেডিয়ামে এফ এফ সি ফুটবল একাডেমি পলাশবাড়ী বনাম গাইবান্ধার মধ্যে প্রীতি ফুটবল খেলা প্রতিযোগিতা হয়।
বিডি গাইবান্ধা/