গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার জাতীয় শ্রমিকলীগের পক্ষ হতে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালনে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবদেন করা হয়। এসময় ১৫ আগস্টের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। আজ ৫ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু ও সাধারণ সম্পাদক মাহমুদুজ্জামান প্রান্ত নেতৃত্বে সহ সভাপতি জলিল, সাংগঠনিক সম্পাদক ও জাতীয় রিক্সাভ্যান শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সরোয়ার কবির মজনু,জাতীয় শ্রমিকলীগের সহযোগী শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দগণ উপস্থিত ছিলেন।
এর আগে পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২ তম জন্ম বার্ষিকী পালিত হয় । এসময় উপজেলা পরিষদ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ,উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ উপজেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।