গাইবান্ধা ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দির কমিটির সদস্যদেরকে ৯০ পার্সেন্ট করোনা ভ্যাক্সিন নিবন্ধনের আওতায় আনতে বিনামূল্যে ভ্যাক্সিন নিবন্ধন চলছে।
গাইবান্ধা ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক নীলাদ্রি সরকার এর ব্যাক্তিগত সহযোগীতায় শহরের ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দির কমিটির সকল সদস্যদেরকে কোভিড-১৯ ভ্যাক্সিন প্রদানের লক্ষ্যে নিবন্ধন কার্যক্রম চালাচ্ছে মন্দির কমিটির সাধারণ সদস্য জয় কুমার দে।
মন্দির কমিটির সদস্যদেরকে বিনামূল্যে করোনা ভ্যাক্সিন নিবন্ধনে ৯০ পার্সেন্ট এর মধ্যে ইতিমধ্যে ৭০ পার্সেন্ট ভ্যাক্সিন নিবন্ধন সম্পন্ন হয়েছে।
“গাইবান্ধা ব্রীজরোড দূর্গাবাড়ী মন্দির কমিটির সাধারণ সম্পাদক নীলাদ্রি সরকার মন্দির কমিটির সদস্যদের অবহিত করে বলেন- যারা এখনও করোনা ভ্যাক্সিন গ্রহনের নিবন্ধন করেন নি তাদেরকে অতিশিঘ্রই ভ্যাক্সিন নিবন্ধনের অনুরোধ জানান। সে সাথে তিনি আরো বলেন- নিজে সুস্থ থাকুন এবং পরিবারের সদস্যদেরকে সুস্থ রাখার কথা বলেন। ২৫ বছর থেকে বিভিন্ন বয়সী মানুষ করোনা রোধে ভ্যাক্সিন গ্রহন ও নিবন্ধন করতে পারবেন।
উল্লেখ্য, বিনামূল্যে করনা ভাইরাসের ভ্যাক্সিন নিবন্ধন করতে পারায় সদস্যরা মন্দির কমিটির সাধারণ সম্পাদক নীলাদ্রি সরকার কে ধন্যবাদ জানিয়েছেন।
বিডি গাইবান্ধা/