গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের চক ভগবানপুর গ্রামে, গোপন সংবাদের ভিত্তিতে, ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সেরাজুল ইসলামের নেতৃত্বে এস আই আজিজুল ইসলাম ও এ,এস আই আজিজ সংগীয় ফোর্সসহ ৩১জুলাই শনিবার বিকাল অনুমান ৫ টার দিকে তাস খেলা অবস্থায় আসর থেকে,ঐ গ্রামের বুদা সরকারের পুত্র নবীরুল(২৭) ও দুদু মিয়ার পুত্র আতোয়ার রহমান (৩৭) নামে দু’জনকে গ্রেফতার করেছে।
বিডি গাইবান্ধা/ সঞ্জয় সাহা