করোনা কালিন সময়ে হাসপাতালে করোনা রোগীর সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। রোগীর চাহিদা অনুযায়ী অক্সিজেন সরবরাহ সম্ভব হচ্ছে না। তাই করোনা রোগীর অক্সিজেন পূরণ ও অক্সিজেন রিফিল সেবা করার লক্ষ্যে গাইবান্ধার ৯৬-৯৮ ব্যাচের কৃতি সন্তানদের সার্বিক সহযোগীতায় অক্সিজেন ব্যাংক অক্সিজেন রিফিল বিতরণ করা হয়।
২৯জুলাই বৃহস্পতিবার রাতে গাইবান্ধা শহরের ঘাঘট পাড় সেন্টারে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট এসোসিয়েশন (পুসাগ) গাইবান্ধা শাখার সদস্যদের হাতে তুলে দেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আবদুল মতিন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রবিউল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদৌস উর্মি, জি বয়েজ ৯৬-৯৮ ব্যাচের আলহাজ্ব খান সাঈদ হোসেন জসিম, আলী কায়সার বাবুল, মেহেদী হাসান, জিন্নু হক্কানি, সাজ্জাদ জাহির তপন, আশরাফ রেজা, সরফরাজ খান টিটো, কামরুজ্জামান জিয়া, রাহিসহ আমাদের গাইবান্ধা সেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ।
এই অক্সিজেন রিফিল সেবা বিনামূল্যে যেকোন করোনা রোগী গ্রহণ করতে পারবেন বলে জি বয়েজের নেতৃবৃন্দ ঘোষনা করেন।
বিডি গাইবান্ধা/ বার্তা সম্পাদক