গাইবান্ধার সিভিল সার্জন কার্যালয় অধিনস্ত ঠিকাদারি প্রতিষ্ঠান সাকিব ট্রেডার্স এর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে এবং স্বাস্থ্য অধিদপ্তরের আওতায় গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের আউট সোর্সিং চতুর্থ শ্রেণির কর্মচারীদের বেতন বোনাস এর দাবিতে স্বাধীনতা আউট সোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ উদ্যোগে সদর হাসপাতাল চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সদর হাসপাতাল চতুর্থ শ্রেণি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি ওলিউরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সদর হাসপাতাল চতুর্থ শ্রেণি উন্নয়ন কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি কামরুল, সহ সভাপতি আশরাফুল, রেজাউল সহ অনেকে।
বক্তারা দাবী করে জানান- আমাদের ৬৫ বছর পযন্ত চাকুরী স্থায়ীর নিশ্চয়তা করতে হবে। আমরা ২৫ মাস যাবৎ বেতন ও বোনাস পাইনি। এতে আমরা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তাই দ্রুত আমাদের বেতন ও বোনাস প্রদান করার দাবী করছি। এমনকি এই চাকরী নেওয়ার সময় ঠিকাদারি প্রতিষ্ঠান সাকিব ট্রেডার্স এর সত্বাধিকারী হারুন অর রশীদ হারুন আমাদের কাছে ৩/৪ লক্ষ করে টাকা নিয়েছে। আমরা হতভাগা লোকজনরা বর্তমানে সহায় সম্বল হারিয়ে আজ নিস্ব। আমরা এ ব্যাপারে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
বিডি গাইবান্ধা/