গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ঢাকা – রংপুর মহাসড়কের প্রশিকা নামক স্থানে কার্গো ট্রাক চাপায় সিএনজিতে থাকা সিএনজি চালকসহ ৩ জন ঘটনাস্থলে মৃত্যু হয়। এ ঘটনায় শিশুসহ আরো ৪ জন আহত হয়েছেন।
৩০ জুলাই শুক্রবার বিকাল সাড়ে ৫টার সময় ধাপেরহাট হতে সিএনজি যোগে পলাশবাড়ী অভিমুখি যাওয়ার পথে বগুড়ার দিক থেকে আসা কার্গো ট্রাকের চাপায় সিএনজি চালকসহ ৪ জন নিহত এবং শিশুসহ ৩ জনকে গুরুতর অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর ২ জন কে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দূর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ রিপোর্ট লেখা অবধি নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালান পলাশবাড়ী ফায়ার সার্ভিস টিম,পলাশবাড়ী থানা পুলিশ ও গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ। পরে মরদেহ গুলো উদ্ধার করে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ হেফাজত নেয়।
বিডি গাইবান্ধা/ বার্তা সম্পাদক