গাইবান্ধা সদর উপজেলার বোয়ালি ইউনিয়নের ইন্দারপাড় মোড়ের পাশে একটি মাত্র টিনের চালার ঘরে বসবাস করতেন অসহায় বিধবা নারী মছিরন (৬০)। স্বামী ছদর অনেক আগেই ইন্তেকাল করেছেন। তার নেই কোনো পুত্র সন্তান। একটি মাত্র মেয়ে, তারও বিয়ে হয়ে গেছে। স্বামী সন্তান না থাকায় অভাবেই কাটছে তার দিন। মানুষের কাছে চেয়ে চিনতে তার কোনো রকম দিনাতিপাত। কিন্তু চলতি বছর ঝরো মওসুমে একটি গাছ তার চালের উপর পড়লে দুমড়ে মুচড়ে যায় তার ঘড়ের টিন। টাকার অভাবে মেরামত করতে পারছিল না। ফলে খোলা আকাশের নীচে বসবাস করতেন তিনি।
বিষয়টি গাইবান্ধার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন অংকুর ফাউন্ডেশন কর্মকর্তা অবগত হলে সংগঠনের পক্ষ থেকে ২৮ জুলাই বুধবার বিকালে সেই অসহায় বিধবা নারীকে টিনের ঘর প্রদান করেন অংকুর ফাউন্ডেশন কর্মকর্তা সুকমল মজুমদার।
উক্ত ঘর পেয়ে অসহায় বিধবা নারী মছিরন খুব খুশী। তিনি অংকুর ফাউন্ডেশন কর্মকর্তাদের ধন্যবাদ জানান।
গাইবান্ধা অংকুর ফাউন্ডেশন কর্মকর্তা সুকমল মজুমদার “দৈনিক নতুন দিন” কে বলেন- অংকুর ফাউন্ডেশন এর এটি ৫৪ তম ঘর প্রদান। অংকুর ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন অসহায় গরীব মানুষদের পাশে থেকে বিভিন্ন সমাজ সেবা মূলক কাজ করে চলছে। অংকুর ফাউন্ডেশন এই কার্যক্রম চলমান থাকবে। সামনে আরও দুটি অসহায় মানুষকে ঘর প্রদান করা হবে।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক ও দৈনিক নতুন দিন” পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, গাইবান্ধা পুলিশ লাইন্স উপ- পুলিশ পরিদর্শক হায়দার আলী, সহকারী উপ- পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন- ডাঃ মোঃ আব্দুল্লাহ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী রবীন সাহা সহ অনেকে।
বিডি গাইবান্ধা/