লকডাউনে গাইবান্ধায় সচেতন হচ্ছেনা ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার মানুষজন। জেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও কোনো ক্রমেই বিধি-নিষেধ মানছেনা তারা। কেউ বা প্রশাসনের সাথে লুকোচুরি করে ব্যবসা চালাচ্ছে আবার কেউ নিদিষ্ট সময়ের পরেও দোকান খোলা রাখছে। এতে করে লকডাউন বাস্তবায়নে সরকারি বিধি-নিষেধ অমান্য করছে তারা। ২৭ জুলাই মঙ্গলবার বিকালে শহরের সার্কুলার রোডের আস্থা সুইটস মালিক বিধি-নিষেধ অমান্য করে দোকান খোলায় ২ হাজার টাকা জরিমানা করেছে গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার জান্নাতুল ফেরদৌস উর্মি। এ সময় সহকারি কমিশনার মৌমিতা গুহ ইভা একই রোডে অন্য দোকানগুলিতে অভিযান পরিচালনা করেন।
অন্যদিকে- আরোপিত বিধি-নিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে গাইবান্ধার সদর উপজেলা সহ জেলার বিভিন্ন উপজেলায় ৬২টি মামলায় ৪৫হাজার টাকা জরিমানা হয়েছে।
গাইবান্ধা প্রশাসক মোঃ আব্দুল মতিন এর নির্দেশে জনসচেতনতা সৃষ্টিতে মোবাইল কোর্ট পরিচালিত হয় এবং জেলা প্রশাসনের পক্ষ হতে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়। এসময় আরোপিত বিধি-নিষেধ সমূহ কঠোর ভাবে বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসনের ১০ টি ভ্রাম্যমাণ আদালতে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে পুলিশ,সেনাবাহিনী,বিজিবি, র্যাব ও ব্যাটেলিয়ন আনসার বাহিনীর সহযোগিতায় বিভিন্ন অপরাধে ৬২ টি মামলায় উক্ত অর্থদণ্ড প্রদান করা হয়।
জনস্বার্থে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
বিডি গাইবান্ধা/