আমার সেই লক্ষ্য ও উদ্দেশ্যকে সামনে রেখেই অত্র ইউনিয়নের গ্রাম, পাড়া-মহল্লাসহ প্রতিটি ওয়ার্ডে কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, আমাকে আপনারা চেয়ারম্যান পদে নির্বাচিত করলে বিগত দিনে যে সমস্ত উন্নয়ণমূলক কর্মকান্ড আপনাদের দৃষ্টিতে আসেনি আমি সেগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করবো এবং গরিব, অসহায় ও দুঃস্থ্যদের পাশে থেকে তাদের সেবা করবো।
আওয়ামী লীগ নেতা রাজু বলেন, জন সেবার এক প্রবল কামনা বাসনা থেকে জীবনের অনেক মূল্যবান সময় রাজনীতিতে অতিবাহিত করেছি। আমি আশা রাখি আপনারা আমার পাশে থেকে চেয়ারম্যান নির্বাচিত করে আমাকে সে মূল্যয়ন করবেন। একান্ত সাক্ষাৎকারে এ.কে.এম কামরুল হুদা রাজু তার মনের এ অব্যক্ত কথাগুলো ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচনে ১৩নং শ্রীপুর ইউনিয়নবাসি তথা সুন্দরগঞ্জ উপজেলায় তার সুভাকাঙ্খী, বন্ধু-বান্ধবসহ ছোট-বড় সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানান।
সে সাথে তিনি জানান- আমি যেহেুত সুদীর্ঘ সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছি এবং মনোনয়ন প্রত্যাশা করছি, সেহেতু আমার সংগঠনের সিনিয়র নের্তৃবৃন্দ আমাকেই নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনীত করবেন। আমার বিশ্বাস জনগণের প্রত্যক্ষ ভোটে আমাকে নির্বাচিত করলে আমি তাদের প্রত্যাশা পূরণে সক্ষম হবো।
বিডি গাইবান্ধা/