গাইবান্ধার ফুলছড়ি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান রকির হত্যার আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাদুল্লাপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুলাই সোমবার উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সাদুল্লাপুরে প্রধান প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ প্রদক্ষিণ করে। মিছিল শেষে থানার সামনে বক্তব্য রাখেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রিপন, যুগ্ন-সাধারণ সম্পাদক জি.এম মামুন, জেলা ছাত্রলীগের নেতা রিদম,উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মুশফিকুর রহমার রুবেল,ছাত্রলীগের অন্যতম নেতা মুন্না, ১১ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও সম্পাদকসহ আরও অনেকে। বক্তারা বলেন, ছাত্রলীগ নেতা আশিকুর রহমান রকি হত্যাকাণ্ডের ৮দিন পেরিয়ে গেলেও হত্যাকারী অভিযুক্ত প্রধান আসামি কাঞ্চনকে এখনও ধরাছোঁয়ার বাহির রয়েছে। তারা দ্রুত প্রধান আসামি কাঞ্চনসহ অন্যান্যদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। গত ১১ জুলাই আশিকুর রহমান রকি রাতে শহরের পুরাতন বাজার এলাকার ফার্মেসী থেকে ওষুধ কিনে নিয়ে সোহেল ও প্লাবনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে নিজ বাড়ি ফুলছড়ির কঞ্চিপাড়ার দিকে যাচ্ছিল। এসময় পথিমধ্যে শহরের পূর্বপাড়ার হালিম বিড়ি ফ্যাক্টরী সংলগ্ন রাস্তার মোড়ে পৌঁছলে পূর্ব থেকেই ওঁৎ পেতে থাকা পূর্বপাড়ার নবাব আলীর ছেলে কাঞ্চন ও তার সহযোগীরা রকির উপর অতর্কিত হামলা চালিয়ে ধারালো ছুরি দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।