গত ২৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম হুসাইন মোহাম্মদ এরশাদ এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে সাদুল্লাপুর উপজেলা জাতীয় পার্টির আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ-মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে দামোদরপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নুরুন্নবী আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিুজুল ইসলাম বিএসসি। অন্যান্যের মধ্যে আঃ সামাদ মধু মণ্ডল, সহিদুর রহমান সহিদ, ময়নুল ইসলাম দুদু, আঃ সোবহান বাবুল সর্দার, মামুন মণ্ডল, মোস্তাফিজার রহমান রঞ্জু, শহিদুল ইসলাম, জোবেদ আলী ও আজিজার রহমান প্রমূখ।