মহামারী করোনা ভাইরাস এর কারনে সারাদেশের ন্যায় গাইবান্ধায় লকডাউন কারনে ঘরে বসে থাকায় উপার্জনহীন হয়ে পড়ে শহরের রবিদাস সম্প্রদায় এর নিম্ন আয়ের পেশাজীবি মানুষজন। এতে করে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটছিল তাদের। সদর উপজেলা নির্বাহী অফিসার এর নজরে পড়লে খাদ্য সহায়তা নিশ্চিত করতে উপজেলা পরিষদের আয়োজনে বুধবার রাতে শহরের স্বাধীনতা প্রাঙ্গনে ১শ ৫০ জন অসহায় রবিদাস সম্প্রদায় সহ বিভিন্ন গরীব অসহায় ব্যাক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রাফিউল আলম, সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান, জেলা প্রশাসক কার্যালয়ের নেজারত ডেপুটি কালেক্টরেট এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার লোকমান হোসেন, জুয়েল মিয়া।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সিএনএন টিভির প্রতিনিধি ফারহান শেখ, বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক ও দৈনিক নতুন দিন পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা, এস,এ টিভির প্রতিনিধি কায়সার প্লাবন, জিটিভির প্রতিনিধি শাহজাহান সিরাজ, সংবাদ কর্মী সাগর রাজ, রকি আহমেদ, বাংলাদেশ রবিদাস সম্প্রদায় গাইবান্ধা জেলা শাখার সভাপতি সুনিল রবিদাস, সাধারণ সম্পাদক খিলন রবিদাস, রবিদাস সম্প্রদায় গাইবান্ধার পুজা উদযাপন পরিষদ সাধারণ সম্পাদক দিলীপ রবিদাস সহ অনেকে।
প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী পেয়ে জেলা প্রশাসক সহ প্রশাসনের কর্মকর্তাদের ধন্যবাদ জানান রবিদাস সম্প্রদায়ের ব্যাক্তিরা।
বিডি গাইবান্ধা/