গাইবান্ধার সাদুল্লাপুরে বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় ও কালেরকন্ঠ শুভ সংঘের ব্যবস্থাপনায় করোনা পরিস্থিতির কারনে অসহায় হয়ে পড়া দরিদ্র ও দুঃস্থ ৩শ১৫ পরিবারের মাঝে ত্রান সামগ্রী
বিতরন করা হয়েছে। বুধবার সকালে কে.এম.সরকারি বালিকা বিদ্যালয় মাঠে কালেরকন্ঠ গাইবান্ধা প্রতিনিধি অমিতাভ দাস হিমন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহারিয়া খাঁন বিপ্লব, উপজেলা নির্বাহী কর্মকর্তা নবীনেওয়াজ, অফিসার ইনচার্জ মাসুদ রানা,আ’লীগের সহ-সভাপতি মোজারুল ইসলাম,শুভ সংঘের কেন্দ্রিয় সভাপতি পরিচালক জাকারিয়া জামান,সাদুল্লাপুর শুভ সংঘের সভাপতি মোরসালিন মুন্না, সাঃসম্পাদক শ্রবন সাহা,নাজমুল,সাংগঠনিক সম্পাদক জয় সাহা,প্রমুখ। শুভ সংঘের জেলা সাঃ সম্পাদক লতা বলেন, শুভ সংঘের আয়োজনে বর্তমানে করোনা পরিস্থিতিতে জেলায় ৩০০০ জনকে সহায়তা দেওয়া হচ্ছে।