গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় পুকুরের পানিতে ডুবে আলিফ মিয়া (১) নামে এক শিশুর মুত্যু হয়েছে।
শুক্রবার (৯ জুলাই) সকালে সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের টুপামারী গ্রামে এ ঘটনা ঘটে।শিশু আলিফ ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য ইয়াছিন আলী। শিশু আলিফের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, সকালে এক বছর বয়সের শিশু আলিফ বাড়ির ওঠানে খেলা করছিলো। এসময় পরিবারের সবার অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে ডুবে যায় আলিফ। খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে আলিফের ভাসমান লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করে। বাদ জুম্মা জানাজা নামাজ শেষে নলডাঙ্গা কেন্দ্রীয় কবরস্থানে আলিফের লাশ দাফন করা হয়।