গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ৪ নং বেলকা ইউনিয়ন পরিষদে মহামারী করোনাকালীন পরিস্হিতিতে কর্মহীন অসহায় ও দুঃস্থদের মাঝে সরকারি সহায়তা হিসেবে ২০০(দুই শত) ব্যক্তির প্রত্যেককে ৫০০(পাঁচশত) টাকা প্রদান করা হয়।
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার(লেবু),বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইব্রাহীম খলিলুল্লাহ্, সুন্দরগঞ্জ উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা ও বেলকা ইউনিয়ম ট্যাগ অফিসার মোকলেছুর রহমান,ইউনিয়ন পরিষদ সচিব আলতাফ হোসেন ও বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ ও উপস্হিত ছিলেন।
উক্ত টাকা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈশ্বিক করোনা পরিস্হিতিতে কর্মহীন গরীব,অসহায় ও দুঃস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ঘোষনা ঘরে ঘরে খাদ্য পৌঁছিয়ে দেওয়া। আপনারা যারা কর্মহীন,গরীব ও অসহায় রয়েছেন তারা বিশ্বাস রাখবেন,আপনাদের ঘরে ঘরে খাদ্য পৌঁছে যাবে। তিনি আরও বলেন,চেয়ারম্যান,মেম্বারদের কাছে আপনাদেরকে ঘুরতে হবে না। কারণ,দেশের এই ভয়াবহ পরিস্হিতিতে কর্মহীন,গরীব ও দুঃস্থদের কথা মাথায় রেখেই প্রধানমন্ত্রী দেশ পরিচালনা করছেন।
বেলকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন,দেশের মানুষ আজ কর্মহীন হয়ে পড়েছে। ভ্যান,অটোরিকশা সহ সাধারন মানুষের অনেক কাজ বন্ধ হয়েছে। সেই ধারাবাহিকতায় সরকারের উদ্দ্যোগের অংশ হিসেবে কর্মহীন অসহায় ও দুঃস্থদের মাঝে বেলকা ইউনিয়নে ২০০(দুই শত) ব্যক্তিকে ৫০০(পাঁচশত) করে টাকা বিতরণ করা হবে।
উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা বলেন, করোনা পরিস্হিতিতে দেশের মানুষ কর্মহীন হওয়ায় সরকারের গৃহীত পদক্ষেপের অংশ হিসেবে বেলকা ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের ২০০(দুই শত)অসহায় ও দুঃস্থদের প্রত্যেককে ৫০০(পাঁচশত) টাকা বিতরণ কর্মসূচী একটি মহৎ উদ্দ্যোগ বলে তিনি উল্লেখ করেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আব্দুল মান্নান আকন্দ।
বিডি গাইবান্ধা /উপ-সম্পাদক,মোঃ সাখাওয়াৎ হোসেন সরকার(মিলন)