গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী ) আসনের সাবেক সংসদ সদস্য, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা ডায়াবেটিক সমিতির সভাপতি প্রবীন রাজনীতিবীদ বঙ্গবন্ধুর সহচর মুক্তিযুদ্ধের সংগঠক মোঃ তোফাজ্জল হোসেন সরকার এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন,
গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এবং কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাডঃ উম্মে কুলসুম স্মৃতি। বুধবার ৭ জুলাই এমপি স্মৃতি (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করেন।
উল্লেখ্যঃ বুধবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬ টায় তার নিজ বাস ভবনে (বৈরী হরিণমারী) অসুস্থতাজনিত কারনে চিকিৎসাধীন অবস্থায় তোফাজ্জল হোসেন সরকার মারা যান। ঐ গ্রামের মরহুম সাফায়েত উল্লাহ সরকারের ৩য় পুত্র আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে অসুস্থতায় ভুগছিলেন।তিনি স্ত্রীসহ ১ ছেলে, ২ মেয়ে, শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পারিবারিক সূত্র জানা যায়, বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল ১০টায় পলাশবাড়ী এসএম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম নাযাজা নামাজ এবং গ্রামের বাড়ীতে সকাল ১১টায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরে দাফন সম্পন্ন হবে।
বিডি গাইবান্ধা ডট নিউজ /বৈশিষ্ট্যযুক্ত চিত্র ইডিট,সজীব সরকার