সাদুল্লাপুরে আর্জেন্টিনার পতাকা লাগাতে গিয়ে বিদ্যুতের তারে শক লেগে এক সমর্থকের মৃত্যু হয়েছে।
সরেজমিনে জানা যায় – গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খৌর্দরসুলপুর গ্রামের নওশা মন্ডলের পুত্র স্বপন মন্ডল(৩৫) আর্জেন্টিনার পতাকা নিজ ঘরের ছাদের রডের সাথে স্টীল পাইপ দিয়ে লাগাতে গিয়ে ঘরের ওপরে ১১০০০ ভোল্টেজ তারে স্পর্শ হলে বুধবার দুপুর ১২.৩০ ঘটিকায় এমন দূর্ঘটনা ঘটে। ঐ মৃত্যু ব্যক্তির দুজন শিশু সন্তান রয়েছে।
পরিবারের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
সাদুল্লাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, আর্জেন্টিনার পতাকা টাঙাতে গিয়ে এক যুবকের মৃত্যুর কথা শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোনো লিখিত অভিযোগ করেনি।
অদ্য বাদ মাগরিব জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
আমরা প্রত্যেকেই আবেগ দিয়ে খেলা দেখি।কিন্তু এই আবেগ যেন আমাদের মৃত্যুর কারণ হয়ে না দাঁড়ায়।প্রত্যেক মানুষেরই নিজস্ব মতামত, চিন্তা চেতনা, পছন্দ-অপছন্দ,ভালো লাগা,ভালোবাসা, রুচি ইত্যাদির ভিন্নতা রয়েছে। আর যারা মানুষের এই মতামতকে সম্মান দিতে জানে না তারা আসলেই বিকৃত মস্তিষ্কের লোক।আমরা খেলা দেখবো, উপভোগ করবো, আনন্দ করবো কিন্তু অন্য কোনো মানুষের সাথে ঝগড়া, দ্বন্দ, কলহ বিবাদ, মারামারি, হাতাহাতি করবো না।প্রত্যেকেই প্রত্যেককেই ভালোবাসবো এবং যার যে দল ভালো লাগে সে সেই দলকে সাপোর্ট করবো।