দেশব্যাপী মহামারী করনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলায় চলছে কঠোর লকডাউন। করনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরও সচেতন হচ্ছেনা মানুষজন। গাইবান্ধা শহরে কিছু দোকান মালিক-কর্মচারীরা লকডাউনে প্রশাসনের সাথে খেলছে লুকোচুরি। এদিকে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে জেলা প্রশাসন বিভিন্ন নির্বাহী ম্যাজিস্ট্রেগন ও আইনশৃংখলা রক্ষাবাহিনী। প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট চালানো হচ্ছে। লকডাউন বাস্তবায়নে ও করনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ জুলাই বুধবার গাইবান্ধা শহরের পৌর পার্ক সংলগ্ন সমবায় মার্কেটের নিচ তলায় অভিযান চালিয়ে লকডাউন অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান খোলা সহ বাসা থেকে বের হওয়ায় ৪টি দোকান মালিক-কর্মচারীকে ৬ হাজার টাকা, এবং পাল ম্যানশন স্বর্নের মার্কেটে একই অভিযোগ ৯টি দোকানের মালিক- কর্মচারীর নিকট ৫হাজার ৬শ টাকা সহ মোট ১১হাজার ৬শ টাকা জরিমানা করেছে গাইবান্ধা সদর সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান।
এ সময় সেনাবাহিনীর মেজর ইশতিয়াক, সাংবাদিক, সেনাবাহিনীর সদস্য ছাড়াও অনেকে উপস্থিত ছিলেন।
পাল ম্যানশন মার্কেটের জরিমানাকৃত ব্যাক্তিদের মধ্যে রতন এর নিকট ১হাজার টাকা, রুপা হাউজ এর কর্মচারী রবিউল ১ হাজার, উজ্জ্বল নিকট ৫শ টাকা, সবুজ নিকট ৫শ টাকা, আব্দুল আজিজ এর ১হাজার, সজল এর ২শ, নিত্ত এর ২শ, মিনতি জুয়ের্লাস এর কর্মচারী সেতুর ২শ, বিশাল খেলাঘর মালিক আবুল হাসেম নিকট ১হাজার টাকা জরিমানা করা হয়।
উল্লেখ্য, ব্যবসায়ীদের সতর্ক করে সহকারী কমিশনার ভূমি নাহিদুর রহমান বলেন- পরবর্তীতে একই অপরাধ করলে জরিমানা না করে জেল দেয়া হবে।