বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ (মার্কসবাদী)-র প্রতিষ্ঠাতা, সাধারণ সম্পাদক ও এই দেশের বামপন্থী আন্দোলনের এক অসাধারণ ব্যক্তিত্ব কমরেড মুবিনুল হায়দার চৌধুরী ৬ জুলাই ২০২১ ইং তারিখ রাত ১০টা ৫০ মিনিটে ঢাকার এক হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ এবং শ্রদ্ধা নিবেদন করেছে বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার নের্তৃবৃন্দ। এক শোক বার্তায় বাসদ (মার্কসবাদী) জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবীব সাঈদ বলেন, ‘আমৃত্যু বিপ্লবী কমরেড মুবিনুল হায়দার চৌধুরী এদেশের শ্রমিক শ্রণীর মুক্তি আন্দোলনের অন্যতম নেতা। তিনি ছিলেন শ্রমজীবী মানুষের মুক্তির লক্ষ্যে বাংলাদেশের মাটিতে মার্কসবাদ-লেনিনবাদ-কমরেড শিবদাস ঘোষের চিন্তাধারার ভিত্তিতে একটি সঠিক শ্রমিক শ্রেণীর দল গড়ে তোলার সংগ্রামের পথিকৃৎ। তাঁর হাত ধরেই ১৯৮০ সালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সূচনা ঘটে। তিনি আজীবন বিভিন্ন শ্রেণী-গণআন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্বকারী ভুমিকা পালন করেছেন। তাঁর অনমনীয় বিপ্লবী চরিত্রের দ্বারা হাজারো তরুণদের বিপ্লবী জীবন গ্রহণে উদ্বুদ্ধ করেছেন। তাঁর মৃত্যুতে এদেশের শ্রমিক শ্রেণীর মুক্তি সংগ্রামের অপূরণীয় ক্ষতি হল। আমরা এই মহান বিপ্লবীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর সংগ্রামী জীবনের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। আমরা তাঁর প্রদর্শিত পথে আগামী দিনে মেহনতী মানুষের মুক্তির সংগ্রাম এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করছি। লাল সালাম কমরেড মুবিনুল হায়দার চৌধুরী।’
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা শাখার সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্ল্যা,গোলাম সাদেক লেবু প্রমুখ।