দেশব্যাপী মহামারী করনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাওয়ায় সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলায় চলছে কঠোর লকডাউন। দেশব্যাপী করনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরও সচেতন হচ্ছেনা মানুষজন। গাইবান্ধা শহর সহ জেলার ৭ উপজেলার কিছু দোকান মালিকরা লকডাউনে প্রশাসনের সাথে খেলছে লুকোচুরি। এদিকে লকডাউন বাস্তবায়নে প্রতিদিনই জেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট চালানো হচ্ছে। লকডাউন বাস্তবায়নে ও করনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ৭ জুলাই বুধবার গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় লকডাউন অমান্য করে ব্যাবসা প্রতিষ্ঠান খোলায় ৩ টি দোকান মালিককে ৫ শ করে ১৫শ টাকা, গাইবান্ধা শহরের নিউ মার্কেটে মমিনের টিভি মেরামতের দোকানে সচেতনতামূলক ১শ টাকা ও শহরের ১ নং রেইলগেটে সরকারি বিধি নিষেধ অমান্য করে হোটেলে বসিয়ে লোকজন খাওয়ানোয় শারমিন হোটেল মালিককে ১হাজার টাকা জরিমানা করেন গাইবান্ধা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টরেট এস,এম ফয়েজ উদ্দিন ও সহকারী কমিশনার লোকমান হোসেন।
এসময় আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য সহ অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ব্যবসায়ীদের সতর্ক করে ম্যাজিস্ট্রেটরা বলেন- পরবর্তীতে একই অপরাধ করলে জরিমানা বেশি সহ জরিমানা অনাদায়ে জেল দেয়া হবে।
বিডি গাইবান্ধা/