সারা বিশ্ব যখন কোভিড-১৯ নামক এক কঠিন শত্রুর সাথে লড়াই করছে। ঠিক সেই দুঃসময়ে বাংলাদেশ পুলিশ লড়াই করছে প্রথম সারির যোদ্ধা হিসেবে। নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষা, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, কোয়ারেন্টাইন-লকডাউন বাস্তবায়ন, করোনা সচেতনতা, অসহায় মানুষের পাশে দাড়াতে গিয়ে পরিবার পরিজন ছেড়ে দিনরাত কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য। দায়িত্বের প্রয়োজনে মিলছে না ছুটি, বাড়ছে শারীরিক ও মানসিক চাপ। এই লড়াইয়ে লড়তে গিয়ে প্রতিদিন আক্রান্ত হচ্ছে শত শত পুলিশ সদস্য, কখনো দেশের জন্য দিতে হচ্ছে প্রাণ। এই দুঃসময়ে রংপুর জেলা পুলিশের প্রতিটি সদস্যের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধির জন্য নিয়মিত কাজ করে যাচ্ছেন রংপুর জেলা পুলিশের কর্ণধার, বাংলাদেশ পুলিশের আইডল ও রংপুর পুলিশ সদস্যদের স্নেহময় অভিভাবক রংপুর জেলার পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম বার পিপিএম মহোদয়। এর অংশ হিসেবে সোমবার রংপুর জেলার সকল পুলিশ সদস্যদের মধ্যে রংপুরের বিখ্যাত হাড়িভাঙা আম সহ মৌসুমি ফল বিতরণ করেন রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
এর আগে রংপুর জেলা পুলিশ লাইন্সের সদস্যদের মধ্যে জাতীয় ফল কাঠাল বিতরণ করা হয়। পুলিশ লাইন্স মেসে পরিবেশন করা হচ্ছে পুস্টিসমৃদ্ধ খাবার। করোনা আক্রান্ত সদস্যদের পৌঁছে দেয়া হয় প্রয়োজনীয় ঔষধ, ফলমূলসহ বিভিন্ন পথ্য। সার্বক্ষণিক তদারকি করে নিশ্চিত করা হচ্ছে প্রয়োজনীয় চিকিৎসা, প্রয়োজনে নেয়া হচ্ছে করোনা ডেডিকেটেড হাসপাতাল ও রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ তদারকিতে পরিচালিত হচ্ছে এসকল কার্যক্রম। এই মধুমাসে যখন পরিবার পরিজনের কাছে যেতে পারছে না পুলিশ সদস্যরা, তখন পুলিশ সুপার মহোদয়ের আন্তরিক প্রচেষ্টায় দীপ্ত মনোবল নিয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছে জেলা পুলিশের প্রতিটি সদস্য। স্নেহময় পুলিশ সুপারের এই মহানুভবতায় কৃতজ্ঞ পুরো রংপুর জেলা পুলিশ পরিবার।
বিডি গাইবান্ধা/সঞ্জয় সাহা
০১৭৪৫-৩৬৫৬৬৪