ভূমিহীন বিধবা, প্রতিবন্ধী এবং বয়োঃবৃদ্ধদের দোয়া ও ভালবাসায় সিক্ত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার ০৪/০৭/২০২১ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক সাদুল্লাপুর উপজেলার দামোদরপুর ইউনিয়নের ভূমিহীন এবং গৃহহীনদের আশ্রয়ন প্রকল্পের ঘরগুলির নির্মাণ কাজ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নবীনেওয়াজ।
নবীনেওয়াজকে দেখা মাত্রই প্রতিবন্ধী রাঙার স্ত্রী মমতা বলেন “মোর বংশের মধ্যে বিল্ডিং নাই। হাসিনা সরকার না থাকলে আমরা বিল্ডিং পাইতাম না। বিল্ডিং পাওয়ায় আমাগো অনেক ফুর্তি।”
বিধবা মরিয়ম এবং রোকেয়া ঘর পাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।এছাড়াও ঘরের নির্মাণ সামগ্রীর মান নিয়ে উপকারভোগীগণ সন্তোষ প্রকাশ করেন।
পরিদর্শনকালে ছিলেন সাদুল্লাপুর প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সোহেল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের কর্মকর্তাবৃন্দ।
গত ০৩/০৭/২০২১ তারিখে ভাতগ্রাম ইউনিয়নের ভূমিহীন এবং গৃহহীনদের মাঝে যে-সকল ঘর মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে সে-সকল ঘরের নির্মাণ কাজও পরিদর্শন করেন নবীনেওয়াজ।