ফরিদুল হক ১৯৮১ সালে পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। তিনি দীর্ঘ ৪০ বছর দেশের বিভিন্ন থানায় দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। চাকরিজীবনের পরিসমাপ্তি ঘটিয়ে শেষ কর্মস্থল গাইবান্ধার সুন্দরগঞ্জ থানা থেকে রবিবার দুপুরে তাঁকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এসময় তার হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী তুলে দেন সহকর্মীরা।
এরপর সুসজ্জিত পুলিশের গাড়িতে করে ফরিদুল হককে গাইবান্ধার সদর উপজেলার লক্ষীপুর গ্রামের বাড়িতে পাঠানো হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান জানান, গত এক বছর ধরে সুন্দরগঞ্জ থানায় কর্মরত ছিলেন ফরিদুল হক। চাকরির শেষ দিন তার সম্মানে দুপুরে থানায় কর্মরত সকল পুলিশ সদস্যরা একসঙ্গে খাবার খায়। এরপর তাকে বিদায় শুভেচ্ছা জানানোসহ উপহার সামগ্রী তুলে দেয়া হয়। পরে গাড়িতে করে বাড়িতে পৌঁছে দেওয়া হয় ফরিদুলকে। প্রবীণ এই পুলিশ সদস্যের চাকরিজীবনের শেষ মুহূর্তটিকে স্মরণীয় করে রাখতে বিশেষ এই আয়োজন করা হয়।
এদিকে, ঢাল-ঢোল বাজিয়ে আর সুসজ্জিত গাড়িতে করে পুলিশ সদস্যের অবসরে যাওয়ার এমন বর্ণিল আয়োজন ব্যতিক্রম বলছেন স্থানীয়রা। আনন্দ ঘন এই আয়োজন দেখতে সড়কের দু’ধারে ভিড় করেন এলাকার মানুষ।