গাইবান্ধা শহরের রেজিষ্ট্রি অফিস সামনে সড়ক বিভাগের ড্রেন নির্মানে বাউন্ডারি দিয়ে অবৈধভাবে রেজিষ্ট্রী অফিস জায়গা দখল করায় অবৈধ স্থাপনা অপসারণ করেছে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগ ও জেলা প্রশাসন কর্মকর্তা।
জানা গেছে- গাইবান্ধা সড়ক বিভাগের আওতায় পলাশবাড়ী- গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের গাইবান্ধা শহরাংশে দুই কিলোমিটার ৪ লেনে উন্নীতকরণের কাজ চলমান থাকে। উক্ত প্রকল্পের আওতায় শহরের বিভিন্ন অংশে আরসিসি ইউ ড্রেন নির্মান কাজ চলছে। এরই অংশবিশেষ শহরের সাবরেজিষ্ট্রি অফিস কার্যালয়ের সামনে ড্রেন নির্মানের জন্য ইতিপূর্বে বক্স কাটিং, সোলিং, সিসি ঢালাই ও রড কাটিং কাজ সম্পন্ন হয়। এতে করে সাবরেজিষ্ট্রি অফিসের কিছু লোক শনিবার সকালে ড্রেনের কাজ বন্ধ করার উদ্দেশ্যে মাটি ফেলে ড্রেনের আগের কাজ ঢেকে দেয়া সহ সরকারি কাজে বাধা প্রদান করে। এতে করে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী আফজালুল হক ড্রেনের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন ও কাজে বাধা প্রদানকারী ব্যাক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ জন্য পুলিশ ফোর্স চেয়ে গাইবান্ধা সদর থানায় অভিযোগ দায়ের করেন। পরে রবিবার গাইবান্ধা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহন অফিসের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীদুল ইসলাম আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়ে ড্রেনের উপরের সদর সাবরেজিষ্ট্রি অফিসের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেন। এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার, সড়ক ও জনপথ বিভাগের উপ- বিভাগীয় প্রকৌশলী আফজালুল হক, সাংবাদিক সহ অনেকে।
এ বিষয়ে গাইবান্ধা জেলা রেজিষ্ট্রী অফিসের অফিস সহকারী সিরাজুল ইসলাম অভিযোগ করে বলেন- আমরা ৫শতক জমি সড়ক ও জনপথ বিভাগকে বের করে দিয়ে যে জায়গা আছে সে জায়গায় বাউন্ডারি বেড়া দিছি৷ এই অফিসে জনগনের হাজার হাজার বালাম বই আছে। এটা রক্ষার জন্য বেড়া দিয়েছি। কিন্তু সড়ক ও জনপথ বিভাগ কর্তৃপক্ষ আমাদের সরকারি জায়গার ভেতর প্রবেশ করছে।
“অন্যদিকে গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফিরোজ আকতার” সাথে সরাসরি কথা হলে তিনি সাংবাদিকদের জানান- এটা আমাদের সড়ক ও জনপথ বিভাগের জায়গা। জেলা প্রশাসন এটি ভূমি অধিগ্রহন করেছে। সাবরেজিষ্ট্রি অফিসের লোকদের আকুতির ভিত্তিতে গাইবান্ধা জেলা প্রশাসন, সড়ক ও জনপথ বিভাগের সার্ভেয়ার যৌথভাবে সার্ভে করে এই জায়গার ভূমি অধিগ্রহণ করেছে। এটা যদি তাদের জায়গা হয় তবে আইনগত ভিত্তির উপর ব্যবস্থা নিতে পারে। কাজে বাধা প্রদান করতে পারে না। তারা ড্রেনের উপর বালু ফেলে কাজের ক্ষতি করেছে। এটা আইনানুগ প্রক্রিয়ায় পড়েনা। আমাদের জায়গায় আমরা প্রয়োজনমত সেভাবে ব্যবহার করবো।
বিডি গাইবান্ধা/