গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৩রা জুলাই ২১ইং তারিখ শনিবার বিকালে তিন জুয়াড়িকে আটক করেছে।
আটককৃতরা হলেন ধাপেরহাট ইউনিয়নের খামারপাড়া গ্রামের মৃত -জাইদুল ইসলামের ছেলে সেলিম মন্ডল(৪২), মৃত -ছামসুল মন্ডলের ছেলে শাহা আলম( ৩২) এবং গোবিন্দপুর গ্রামের মৃত-দারাজ উদ্দিনের ছেলে মোঃ রফিকুল ইসলাম(৪৬)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক সেরাজুল হক।
তিনি বলেন- সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ মাসুদ রানার নির্দেশনা মোতাবেক অভিযান চলমান থাকায় ৩ জুলাই তাদের বিকেলে আরাজি মৌজাস্থ হতে আটক করে সাদুল্লাপুর থানায় পাঠানো হয়েছে।
বিডি গাইবান্ধা/