গাইবান্ধার সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) তুহিন হোসেন এর নেতৃত্বে গত কাল শনিবার সকালে সাঘাটা উপজেলার ভরতখালি গরুর হাট বন্ধ সহ সাঘাটার বিভিন্ন হাটবাজারে মানুষের জনসমাগম কমাতে কাজ করেন।
এসময় তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাঘাটা মাংস ব্যবসায়ীর দোকানে দুই হাজার টাকা জরিমানা করেন।
করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতনতা মূলক পরামর্শ প্রচার ৭ দিনের কঠোর লকডাউন পালন করতে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) তুহিন হোসেন ও সাঘাটা থানার অফিসার ইনচার্জ, বেলাল হোসেন, বিভিন্ন দিকনির্দেশনা মূল্যক কথা বলেন।
করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে উপজেলা প্রশাসন সেনাবাহিনীসহ সাঘাটা থানা পুলিশ দিনরাত মাঠে কাছ করছেন।
এসময় উপজেলা প্রশাসন তুহিন হোসেন,বলেন, করোনা ভাইরাস সম্পর্কে সরকারের সকল নির্দেশনা গুলো মেনে চলুন,নিজে নিরাপদ থাকুন এবং অন্যকে নিরাপদ থাকতে সহায়তা করুন।
আমরা সকলে এই মহামারী নিয়ন্ত্রণে নিজ নিজ অবস্থান থেকে যদি ভুমিকা রাখি, ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে করোনা ভাইরাস নামক মহামারী থেকে বেচে যাব।
এসময় উপস্থিত ছিলেন ওমর ফারুক, সেনা কেপ্টেন
সহ সেনাবাহিনীর কর্মকর্তাগন ও সাঘাটা থানা পুলিশ সদস্যরা।