কঠোর লকডাউনের তৃতীয় দিনে গাইবান্ধা জেলা জুড়েই প্রশাসনের ব্যাপক তৎপরতা দেখা গেছে। শহরের প্রবেশ মুখ ও গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলাবাহীনির সদস্য ছাড়াও প্রশাসনের একাধিক টিম চেক পোস্ট স্থাপনসহ টহল দিতে দেখা যায়। এছাড়া বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছে জেলা ও উপজেলা প্রশাসনের গঠিত ভ্রাম্যমাণ আদালত।
তবে লকডাউনে দোকান-মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও শহর এবং সড়কগুলোত মানুষের আনাগোনা কমছেনা। বিশেষ করে অলিগলি ও গুরুত্বপূর্ণ এলাকার হাট-বাজারগুলোতে মানুষের উপস্থিতি বেশি দেখা যাচ্ছে। এছাড়া সড়কগুলোতে রিকশা-ভ্যান ও সিএনজিসহ বিভিন্ন যানবাহন চলাচল করতেও দেখা গেছে। চলাচল করা অধিকাংশ মানুষের মুখেই মাক্স দেখা যায়নি।
এদিকে, লকডাউনের বিধি-নিষেধ না মানায় গত তিন দিনে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬১টি মামলায় প্রায় ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
জেলায় গত ২৪ ঘন্টায় রবিবার (৩ জুলাই) পর্যন্ত নতুন করে আরও ২৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এরআগের দিন শনিবার সর্ব্বোচ্চ ৬৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২০৬ জনে। এ পর্যন্ত মৃত্যৃ হয়েছে ২১ জনের।
বিডি গাইবান্ধা ডট নিউজ /সম্পাদক