সরকার ঘোষিত চলমান লকডাউন কার্যকর করতে ও করোনা ভাইরাস সংক্রমণরোধে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রাফিউল আলম অভিযান পরিচালনা করেন। শনিবার সকালে তীরমোহনী, বাদিয়াখালীসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে লকডাউনের বিধিমালা নামানায় তিনজনকে জরিমানা করা হয় মোট ছয়শত টাকা। লকডাউন শতভাগ কার্যকর করতে এবং করোনা সংক্রমণ রোধে বিধি নিষেধ মেনে চলার জন্য জনগণকে আহবানও করেন নির্বাহী অফিসার রাফিউল আলম।
এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদুর রহমান ও সেনাবাহিনীর সদস্যবৃন্দ। এছাড়াও তুলসীঘাট ও গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।