গাইবান্ধা সদর থানাধীন ০৩ জুলাই শনিবার সকালে ছাগল চুরির অপরাধে দুজনকে আটক করেছে জনগণ। এসময় ছাগল বহনকারী অটোরিকশাসহ চালককে আটক করা হয়। থানা সুত্রে জানা যায় – গাইবান্ধা সদর থানার সোনাডাঙা গ্রামের নুরুন্নবী মিয়ার পুত্র মমিনুর ইসলাম ঘাস খাওয়ানোর উদ্দেশ্যে তার সাদা রঙের একটি খাসি বাড়ির উঠানে বেঁধে রাখে। পলাশবাড়ী থানার হাসনেরপাড়া গ্রামের দুখু মিয়া, পিতা মৃত রুহুল আমিন এবং ছায়দার রহমানের পুত্র সফিকুল ইসলাম দুজনে একটি হলুদ রঙের অটোবাইকে করে ছাগলটি নিয়ে যাইতেছিল। এমন সময় মমিনুরের স্ত্রী শোভা রানী দেখতে পেয়ে চিৎকার করলে এলাকার লোকজন ধাওয়া করে বল্লমঝাড় মাঠেরপাড় নামক স্থানে আটক করে। পরে সদর থানায় ফোন করলে এসআই নুরুজ্জামান অটোবাইকসহ চোর দহজনকে থানায় নিয়ে আসেন।
এবিষয়ে সদর থানায় একটি চুরির মামলা হয়েছে। যাহার নম্বর – ০১, তারিখ – ০৩-০৭-২০২১।