গাইবান্ধায় আশঙ্কাজনক হারে বাড়ছে মহামারী করোনার সংক্রমণ। গত ২৪ ঘন্টায় নতুন করে জেলায় ৬৪ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। একদিনে জেলায় সর্ব্বোচ্চ ৬৪ জন করোনা শনাক্ত নতুন রের্কড হলো। এছাড়া ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে একজনের। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ২ হাজার ২০৬ জনে। মোট মৃত্যু হয়েছে ২১ জনের।
শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক কার্যালয় থেকে পাঠানো কোভিট-১৯ পরিস্থিতি সংক্রান্ত প্রেস রিলিজ সূত্রে এসব তথ্য জানা গেছে।
জেলায় নতুন করে করোনায় আক্রান্ত ৬৪ জনের মধ্যে গাইবান্ধা সদরে ২৩ জন, গোবিন্দগঞ্জ উপজেলায় ১১ জন, পলাশবাড়ি উপজেলায় ১২ জন, সাদুল্লাপুর উপজেলায় ৮ জন, ফুলছড়ি উপজেলায় ৩ জন, সুন্দরগঞ্জ উপজেলায় ৪ জন ও সাঘাটা উপজেলায় ৩ জন রয়েছে।
প্রেস রিলিজে উল্লেখ করা হয়, ২৪ ঘন্টায় (২ জুলাই) পর্যন্ত জেলার সাত উপজেলার মোট ১২১ জনের নমুনা পরীক্ষা করা হয়। ফলাফলে জেলায় নতুন করে ৬৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে গাইবান্ধা জেলায় আক্রান্ত বেড়ে ২ হাজার ২০৬ দাঁড়িয়েছে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২১ জনের। জেলায় শুক্রবার পর্যন্ত সুস্থ হয়েছেন ২১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১ হাজার ৮৫১ জন। এছাড়া জেলায় মোট সন্দেহভাজন রোগীর স্যাম্পল কালেকশন হয়েছে ১০ হাজার ৭২৫ জনের। এরমধ্যে ফলাফল পাওয়া গেছে ১০ হাজার ১৭১ জনের।
এদিকে, সরকার ঘোষিত লকডাউন কঠোরভাবে বাস্তবায়নে গত দুইদিনে জেলায় আইন-শৃংখলা বাহিনীর তৎপরতা ছিলো চোখে পরার মতো। জেলা শহর ছাড়াও উপজেলা শহরগুলোতে দোকান-মার্কেটসহ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে অলিগলির দোকানপাট, চায়ের স্টলগুলোতে লোকজনের সমাগম দেখা গেছে। এছাড়া প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে চলাচল করতে দেখা গেছে ইজিবাইক, নসিমন, করিমন ও সিএনজি অটোরিক্সার মত যন্ত্রচালিত বাহন।
এছাড়া বৃষ্টি উপেক্ষা করে শহরের বিভিন্ন মোড় ও গুরুত্বপূর্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়ে চলাচল নিয়ন্ত্রণের চেষ্টা করছেন আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা। পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে স্বাস্থবিধি ও লকডাউন অমান্য করায় অনেকের কাছেই জরিমানা আদায় করছে। গত দুইদিনে জেলায় ১৭টি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মোট ৫২টি মামলায় জরিমানা আদায় করেছে ৩২ হাজার ৫৫০ টাকা।