বৃষ্টি বিলাস
উম্মে মোসলিমা জ্যোতি
তুমি বরং বৃষ্টিতে ভিজো,
আমি নাহয় থাকলাম শুকনো,
তুমি বরং ছাদে যেয়ো,
আমি নাহয় টিনের চালের ফুটোয় বেয়ে পড়া পানি আটকাতেই ব্যস্ত হবো।
আনন্দের করো বৃষ্টি বিলাস,
আমি নাহয় দিলাম এইবেলায় উপবাস।
তুমি বৃষ্টির কাব্য লিখো অনুরাগে,
আমি ছুটবো পিচঢালা রাজপথে জলে ভিজে।
তুমি আবেগী হয়ো বৃষ্টির টুপটাপ শব্দে,
আমি নাহয় আবেগ ঝেড়ে, যান্ত্রিক হবো ক্ষুধার অনলে।
বর্ষার প্রথম বৃষ্টি তুমি গায়ে মাখো ইচ্ছেয়,
আর আমি কাকভেজা হয়ে যাই অনিচ্ছেয়,
এই বৃষ্টি ভিজিয়ে যায় তোমায়, আমায়।
তুমি বৃষ্টিতে ভেজার থাকো প্রতিক্ষায়,
আর আমি প্রতীক্ষায় থাকি না ভিজে দুমুঠো অন্নের আশায়।