লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই ইউসুফ আলী (৬০) নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
বৃহস্পতিবার (১ জুলাই) সকালে নিহতের স্ত্রী মঞ্জু আরা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন বলে কালীগঞ্জ থানার (ওসি) আরজু মো. সাজ্জাত হোসেন বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (৩০ জুন) দিনগত রাতে উপজেলার বুড়িরহাটে এ ঘটনা ঘটে।
পুলিশ জানান, উপজেলার স্থানীয় বুড়িরহাটে ইউসুফ আলীর সঙ্গে তার বড় ভাই ইব্রাহীম মিয়ার (৬৫) পারিবারিক বিষয় নিয়ে তর্ক লাগে। একপর্যায়ে বড় ভাইয়ের লাঠির আঘাতে ঘটনাস্থলেই ছোট ভাই ইউসুফ আলী নিহত হয়। খবর পেয়ে থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। বৃহস্পতিবার সকালে মরদেহ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।