গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের খুকশিয়া মৌজায় খতিয়ান নং – ৩০১, সাবেক – ৬ হালদাগ- ৩৩ এর মধ্যে ৬ শতাংশ জমির পৈত্রিক মালিকানায় ভোগদখল রক্ষায় পারিবারিক ভাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২ জুলাই শুক্রবার সকালে গোবিন্দগঞ্জ উপজেলার রথের বাজারস্থ উক্ত সম্পতির উপরে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী রবিউল ইসলাম।
লিখিত বক্তব্যে তিনি বলেন,পৈত্রিক সূত্রে পাওয়া উক্ত সম্পতি অবৈধভাবে জোরপূর্বক ও সংখ্যালঘু ইসুকে কে কাজে লাগিয়ে জবরদখল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিত্ত ও নিত্যগং। পৈত্রিক সূত্রে পাওয়া জমি রক্ষায় আপনাদের মাধ্যমে সরকার ও আইন শৃংখলা বাহিনীর প্রয়োজনীয় হস্তক্ষেপ ও সহযোগীতা কামনা করছি।
এসময় ভুক্তভোগী রবিউল ইসলামের মা রুপালী বেগম,বোন চায়না বেগম,চাচী রাশিদা বেগম,চাচা সাহেব মিয়া,ফুফা মোখলেছুর রহমানসহ স্থানীয়গণমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।