গাইবান্ধা জেলার পপলাশবাড়ী উপজেলার কৃতি সন্তান, সাবেক জাতীয় সংসদ সদস্য ও পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি বর্তমানে পলাশবাড়ী ডায়াবেটিকস সমিতির সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার শেষ পর্যায়ে শয্যাসয়ি হয়ে পড়েছেন। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচরখ্যাত এই প্রবীণ রাজনীতিবিদ অসুস্থ্য হয়ে পড়েছেন। জীবন হতে মরণ আজ তার খুব নিকটে হায়াৎ রয়েছেন যতক্ষণ তিনি আমাদের মাঝে আছেন ততক্ষণ। বিগত সময়ে এই প্রবীন রাজনীতিবিদ সামাজিক উন্নয়নে ও মানবতাবোধ জাগ্রত রাখতে নিরলস ভাবে কাজ করে গেছেন। তার হাত ধরে আজ অনেকেই নেতৃত্ববান হয়েছেন।
আজ শয্যাশয়ি সময়ে তার অসুস্থ্যতা নিয়ে যারা ব্যঙ্গ করেছেন। অশ্রুসজল চোখে তাদের তিনি ধিক্কার জানিয়েছেন।
তিনি উপস্থিত গণমাধ্যমকর্মীদের জন্য দোয়া করেন তারা যেন সমাজে সামাজিক মুল্যবোধ বজায়ে ও মানবিকতায় সমৃদ্ধ বাংলাদেশ বির্নিমানে কাজ করতে পারেন।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক আশরাফুল ইসলাম, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান মিলন, নজরুল ইসলাম সেলিম, শহিদুল ইসলাম, শাহরিয়ার কবির আকন্দ, আব্দুল মান্নান শেখ রানা, রবিউল ইসলাম রুবেল, আব্দুর রাজ্জাক, আসলাম আলী, শাহারুল ইসলাম,বিদূষ রায়,শাহজাহান আলী ভুলু,ফজলার রহমান, সোহেল রানাসহ অন্যান্যরা।
উল্লেখ্য,মুক্তিযুদ্ধের স্থানীয় সংগঠক ও প্রবীন রাজনীতিবিদ লিভার জনিত রোগে ভুগছেন দীর্ঘদিন হলো। করোনার সময়কালে তিনি দেশের বাহিরে যাওয়া চেষ্টা করেন। চিকিৎসকের দেওয়া সময় অনুযায়ী তা হাতে সময় আর বেশীদিন নাই। বর্তমান সৃষ্ট করোনা জটিলতায় তিনি আর দেশের বাহিরে যেতে চান না। দেশের মাটিতে জীবনের শেষ সময়টা পারি দিতে চান আমাদের ছেড়ে। তাহার শূন্যতা কখনো পূরুন হবার নয়।
বিডি গাইবান্ধা/