গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলাবাসীর সমন্বিত প্রয়াসে করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকর সম্ভব হয়েছে। ইতিমধ্যে পার্শ্ববর্তী দেশ ভারতে করোনা মহামারী আকারে দেখা দিয়েছে। প্রতিদিন মারা যাচ্ছে শত শত মানুষ। বাংলাদেশেও করোনার প্রকোপ দিন দিন বেড়েই চলছে। এই মুহূর্তে যদি আমরা সতর্ক না হই তবে আমাদের পরিণতি হতে পারে পার্শ্ববর্তী দেশের মত। তাই সতর্ক হওয়ার এখনই সর্বোচ্চ সময়। সরকার ঘোষিত লকডাউন বাস্তবায়নে আজকে সাদুল্লাপুরের বিভিন্ন বাজার পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব,উপজেলা নির্বাহী অফিসার মোঃ নবীনেওয়াজ, সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা,সেনাবাহিনীর সদস্যগণ।
সাদুল্লাপুরের অধিকাংশ ব্যবসায়ী আজ দোকান বন্ধ রেখেছিলেন। লকডাউনের সফল বাস্তবায়নের মাধ্যমে করোনা প্রতিরোধে সাদুল্লাপুরের সকল ব্যবসায়ীগণসহ সাধারণ মানুষ আজকে যে সহযোগিতা করেছেন তার জন্য ধন্যবাদ জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। এই সহযোগিতা সকলের অব্যাহত থাকবে এমনটাই আশা প্রকাশ করেন তিনি।