করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন বাড়তে থাকায় সরকার ঘোষিত সাতদিন নতুন করে ঘোষণা করা হয়েছে লকডাউন।
পহেলা জুলাই বৃহস্পতিবার সকাল থেকেই গাইবান্ধা জেলা পলাশবাড়ী উপজেলা সর্বত্র কঠোর ভাবেই ‘লকডাউন’ পালিত হচ্ছে। এই বিধি-নিষেধ সর্বাত্মক ভাবে পালনে বাধ্য করতে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামানও পলাশবাড়ী থানার পুলিশ সহ কিছু গুরুত্বপূর্ণ জায়গা হাটবাজার পাড়া মহল্লায় টহল দিতে দেখা গেছে। রাস্তায় পুলিশের টহল গাড়ি, পণ্যবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, প্রাইভেটকার, রিকশা, মোটরসাইকেলসহ জরুরি প্রয়োজনে ব্যবহৃত সীমিত সংখ্যক যানবাহন ছাড়া তেমন যানবাহন চোখে পড়েনি।তবে কিছু কিছু ছোট পিকাপ,ট্রাক বা মাইক্রোবাসে যাত্রী বহন করতে দেখা গেলেও পলাশবাড়ী আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় জরিমানা করতে দেখা গেছে।