করনা ভাইরাস সংক্রমণ রোধে আজ ১লা জুলাই বৃহস্পতিবার থেকে দেশজুড়ে সাত দিনের কঠোর লকডাউন শুরু হয়েছে। কিন্তু গাইবান্ধা শহরে নেই তেমন কঠোরতা। মানুষের মাঝে নেই লকডাউন মানার প্রবনতা। কঠোর লকডাউনেও গাইবান্ধা শহরের বিভিন্ন মোড়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানছাড়া প্রশাসনের চোখকে ফাকি দিয়ে দোকান খুলতে দেখা গেছে অন্য ব্যবসায়ীদের। এসব স্থানে দোকানের ভিতর একজন থেকে আরেকজনকে বাহিরে থাকতে দেখা গেছে। প্রশাসনের গাড়ির হর্ন শুনতে পাওয়া মাত্র দোকানের শার্টার বন্ধ করতে দেখা যায়। প্রশাসন টহল দিলেও তেমন কঠোরতা চোখে পড়েনি। তবে শহরের অনেক দোকানই বন্ধ থাকতে দেখা গেছে। এছাড়াও কিছু মানুষ মাস্কবিহীন থাকায় সদর থানা পুলিশ সদস্যরা তাদের মুখে মাস্ক পড়ার উপর জোরদার করতে দেখা গেছে।
অন্যদিকে শহরে লকডাউন বাস্তবায়নে পুলিশ, ট্রাফিক পুলিশ, র্যাব, সেনাবাহিনী ও নির্বাহী ম্যাজিস্ট্রেটদেরকে টহল দিতে দেখা গেলেও পুলিশ, র্যাব, সেনাবাহিনী সদস্যদের কার্যক্রমে তেমন কঠোরতা চোখে পড়েনি।
এমনকি দুয়েকটা ব্যক্তিগত গাড়ি, অ্যাম্বুলেন্স, রিকশা ছাড়া তেমন পরিবহন নেই সড়কে। ফাঁকা রাস্তায় গাড়ি নিয়ে টহল দিতে দেখা গেছে পুলিশ, সেনাবাহিনীসহ আইনপ্রয়োগকারী সংস্থাকে।
গাইবান্ধা শহরের কিছু পথচারী ব্যাক্তির সাথে রাস্তায় সরাসরি কথা হলে তারা জানান, সরকারের দেয়া ঘোষিত কঠোর লকডাউনে গাইবান্ধায় নেই কঠোরতা। যেমনটা মনে করেছিলাম ঠিক ততটা কঠোর লকডাউন হচ্ছেনা। রাস্তায় চলাচলকারী মানুষরা প্রশাসনের প্রশ্নের মুখে পড়েনি।
বিডি গাইবান্ধা/