বৈরী আবহাওয়ার উপেক্ষা করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলা পরিষদের বঙ্গবন্ধু হকরুমে আজ ৩০ জুন বুধবার বিকালে দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । পলাশবাড়ী প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোকসেদ চৌধুরী বিদ্যুৎ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন।
এসময় সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন,প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম সরকার, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান স্বপন,সহ সাংগঠনিক সম্পাদক ও যায়যায়দিন এর উপজেলা প্রতিনিধি মোমেনুর রশিদ সাগর,ধর্মীয় সম্পাদক আশরাফুজ্জামান সরকার শাহিন,কার্যকরী সদস্য শহিদুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাধারণ সদস্য ফজলার রহমান, মাসুদ রানা,পাপুল মিয়া, নজরুল ইসলাম এছানুল হক মিলনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।