গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আমন উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় কৃষকদের মাঝে বিনামূল্যে উচ্চ ফলনশীল আমন ধান বীজ ও রায়সানিক সার বিতরণ করা হয়েছে।
কর্মসূচীর আওতায় ৬শ ৩৫জন কৃষকের মধ্যে আমন ধানবীজ ও সার বিতরণ করা হয়। এর মধ্যে ৫শ ৬৫জনকে ৫ কেজি উপশী বীজসহ ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়েছে। এছাড়া ৭০ জনকে ২ কেজি করে হাইব্রীড আমন ধান বীজের পাশাপাশি ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়
আজ ২৯ জুন মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণের উদ্বোধন করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সাধারন সম্পাদক আমিনুল ইসলাম পাপুল, প্রেসক্লাব সভাপতি রবিউল হেসেন পাতাসহ অন্যান্যরা।